লিচু মধুর পরিচয়
- লিচু ফুলের মধু খেতে খুবই সুস্বাদু। মধু খাওয়ার সময় মধুতে লিচু ফলের স্বাদ পাওয়া যায়। ঘ্রাণ টাও লিচুর সাথে মিলে যায়।
- দেখতে সাধারণত Light Amber থেকে গোল্ডেন রঙের হয় (তবে সময়, স্থান ও ঘন-পাতলার উপর নির্ভর করে কিছুটা Light বা Dark হতে পারে)। মধুর ঘনত্ব কম বা বেশি হতে পারে।
- মধু পাতলা হলে ফেনা হতে দেখা যায়। আর ঘনত্ব বেশি হলে ফেনা হতে দেখা যায় না।
- সাধারণত লিচু ফুলের জমে না। যদি মধু ঘন হয় তাহলে সেটা কয়েকমাস পরে নিচের দিকে সামান্য জমতে পারে। এমনিতেও যেকোনো মধুই কয়েকবছর পরে অনেকাংশ জমে যেতে পারে।
Lychee honey, produced from the nectar of lychee flowers, features a light amber to golden color and a distinctive floral aroma. Its taste profile offers a delightful fusion of sweetness and floral notes, with a hint of tartness. This unique blend makes lychee honey a delicious and refreshing addition to a variety of dishes and beverages. Beyond its delectable taste, lychee honey is believed to provide potential health benefits, including antioxidant properties, digestive support, wound healing, respiratory relief, and immune system enhancement. Enjoy this natural sweetener in moderation as part of a balanced diet, and choose pure and authentic honey from trusted sources for the ultimate experience.