lazy

লক্ষণীয়: আমাদের এটা কোনো কুরিয়ার সার্ভিসের ওয়েবসাইট না। এটা একটা অনলাইন শপ, যেখানে বিভিন্ন অর্গানিক  হেলদি খাদ্যপণ্য পাওয়া যায়। আমাদের পণ্যগুলো দেখুন এখানে ক্লিক করে।

এখানে আমরা দেশের প্রসিদ্ধ বা প্রধান সবগুলো ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসের সকল ব্রাঞ্চের ঠিকানা এবং নাম্বার দিতে চেষ্টা করেছি। যাতে অর্ডার করার সময় ক্রেতা ও ব্যবসায়ীদের  সুবিধা হয়। তবে একার পক্ষে এদের সবার তথ্য নিয়মিত আপডেট করার মত সময় বা পরিশ্রম করা সম্ভব না, এক্ষেত্রে আপনার চাইলে হেল্প করতে পারেন। যদি তথ্যে কোনো ভুলত্রুটি চোখে পড়ে, বা কিছু যোগ করা সম্ভব হয়, তাহলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। আমরা ঠিক করে নিব। (শেষ আপডেট : 25-DEC-2023)

এই পেজের শর্টলিংকঃ  https://sukkarshop.com/allcr

সহজে কোন ব্রাঞ্চ খুঁজে পেতে নিচের সার্চ বক্স ব্যবহার করুন। একবারে খুঁজে না পেলে এলাকার নামটি বাংলা ও ইংলিশে সম্ভাব্য সকল বানানে লিখে খোজ করুন। যেমন, বগুড়া জেলার কোনো শাখা খুঁজতে – Bogra, Bogura, বগুড়া, বগুরা ইত্যাদি (একবারে একটির বেশি নয়) লিখে দেখুন।